8.9 C
Düsseldorf

স্বপ্নসুর

Must read

তাইমন টা আজ বেড়াতে গেছে পদ্মা নদীর পাড়ে,
তাই তো আমি বসে আছি গহীন জলের ধারে।

পাল তোলা সব নৌকা চলে খালের বাঁকে বাঁকে
মন পবনে চলি আমি নায়ের সাথে সাথে।

জ্যোৎস্না মাখা চাদর গায়ে,যাব অনেক দূর
সেথায় আছে মুগ্ধ করা আমার মনের সুর।।

হাজার তারার সঙ্গে আমি করব মিতালি
গীতের সাথে দেবো তারে,ভালোবাসার ঢালি।

চলবে কথন দুজনাতে,সুরের মোহনায়
কনে দেখা আলোতে,মিলবো দুজনায়।

রাত পোহালো,সুর্য্য উঠে জানায় সম্ভাসন
স্বপ্নের সাথে মিলিয়ে গেলো সুরের আয়োজন।

৭/৪/২০২১

- Advertisement -spot_img

More articles

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে অনুগ্রহ করে আপনার নাম লিখুন

- Advertisement -spot_img

সর্বশেষ আপডেট