​জার্মানির এক শহরে গুলিতে দুই জন নিহত

জার্মানির পশ্চিমাঞ্চলের এক শহরে গোলাগুলির ঘটনায় দুই জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক জন নারী অপরজন পুরুষ। গুলির ঘটনার পর পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। তবে ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

এএফপি জানাচ্ছে, জার্মানির সবচেয়ে জনবহুল রাজ্য নর্থ-রাইন-ওয়েস্টফেলিয়ার এসপেলকাম্পেতে স্থানীয় সময় বৃহস্পতিবার গোলাগুলির ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়। এরপর আরও অনেক পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের ভাষ্য মতে ঘাতক এখনো পলাতক রয়েছে। তার খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। তবে পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, খুনি এখনো পলাতক থাকার বিষয়টি তিনি নিশ্চিত করতে পারছেন না।

২০১৬ সালে জার্মানির বাভারিয়া রাজ্যের রাজধানী শহর মিউনিখে ভয়াবহ এক গোলাগুলির ঘটনা ঘটে। ডেভিড আলি সনবোলি নামের একজন ঘাতকের গুলিতে শহরটির রাস্তায় একটি রেস্তোরাঁয় প্রাণ হারান নয় জন ব্যক্তি।

ওই হামলায় আরও অন্তত ৩৫ জন জখম ও আহত হয়েছিলেন। ম্যাকডোনাল্ডের রেস্তোরাঁয় চালানো ওই গুলি হামলার অবসান হয় যখন ঘাতক ডেভিড আলি তার ৯ মিলিমিটারের পিস্তল নিজের মাথায় ঠেকিয়ে গুলি করেন।

- Advertisement -

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে অনুগ্রহ করে আপনার নাম লিখুন

Exit mobile version