12.6 C
Düsseldorf

৫ মাসের মধ্যে ফ্রান্সে সর্বোচ্চ সংক্রমণ

Must read

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার মানুষের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। যা গত অক্টোবরের পর একদিনে সর্বোচ্চ সংক্রমণ। এ সময়ে মারা গেছে ২২৫ জন। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ের ভেরান।

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন ফ্রান্সের পরিস্থিতি মোটেও ভালো না। সবখানে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

জানা যায়, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে প্যারিসের উত্তরাঞ্চলে। এছাড়া ইলে-ডি ফ্রান্স, হাউটস-ডি-ফ্রান্স, ইতালির সীমান্তবর্তী বেশ কিছু এলাকায় সংক্রমণ বেড়েই চলেছে। সেখানে হাসপাতালগুলোতে রোগীদের সংখ্যা দিন দিন বাড়ছে। নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলোতে (আইসিইউ) তরুণ রোগীদের সংখ্যা বাড়ছে।

আক্রান্তের সংখ্যা বাড়ায় বিভিন্ন অঞ্চলের ১০৫টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

এখন পর্যন্ত দেশটিতে ৪৪ লাখ ২৪ হাজার ০৮৭ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ৯৩ হাজার ৩৭৮ জনের।

- Advertisement -spot_img

More articles

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে অনুগ্রহ করে আপনার নাম লিখুন

- Advertisement -spot_img

সর্বশেষ আপডেট