17.5 C
Düsseldorf

২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতার আসন পোক্ত করলেন পুতিন

Must read

২০৩৬ সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে বসার ব্যবস্থা পাকা করে নিলেন ভ্লাদিমির পুতিন। সোমবার এমন এক আইন পাশ করালেন তিনি যা নির্বাচনের ক্ষেত্রে বড়সড় সাংবিধানিক বদল এনে দিল। এই আইনের দ্বারা আগামী আরও দুই মেয়াদের জন্য প্রেসিডেন্ট পদের জন্য লড়তে পারবেন তিনি।

৬৮ বছর বয়সি পুতিন দু’ দশকেরও বেশি সময় ধরে প্রেসিডেন্ট পদে আছেন। সোভিয়েত যুগের একনায়ক জোসেফ স্তালিন ছাড়া আর কেউ এতদিন ধরে ক্ষমতায় থাকেননি। পুতিন জানিয়েছেন, ২০২৪-এ তাঁর মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেই তিনি সিদ্ধান্ত নেবেন আগামী মেয়াদের জন্য লড়বেন কিনা। তবে, এই নতুন আইন তিনি অন্য কারও জন্য করেননি তা বলাই বাহুল্য।
কেন এই আইন পাশ সে কারণও দর্শালেন পুতিন। তাঁর দাবি, তাঁর লেফটেন্যান্টদের কাজে মনোযোগী করে রাখতেই এই ব্যবস্থা। সম্ভাব্য উত্তরসূরি কে হবে না হবে সেসব চিন্তা আর কাজে বাধাদান করবে না। নতুন আইন কিন্তু আরও অনেক কিছুতেই হস্তক্ষেপ করতে চলেছে। আন্তর্জাতিক নিয়মনীতির চেয়ে রাশিয়ান আইনকে প্রাধান্য দেওয়া, সমলিঙ্গে বিবাহ বেআইনি ঘোষণা করা এবং ঈশ্বরে বিশ্বাস রাখা গুরুত্বপূর্ণ হতে চলেছে।

- Advertisement -spot_img

More articles

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে অনুগ্রহ করে আপনার নাম লিখুন

- Advertisement -spot_img

সর্বশেষ আপডেট