জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এই সফরে আগামী ১৫ জুলাই হোয়াইট হাউসে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন। স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, জো বাইডেন ক্ষমতা নেওয়ার পরে যুক্তরাষ্ট্রে এটাই হবে আঙ্গেলা ম্যার্কেলের প্রথম রাষ্ট্রীয় সফর। একই সঙ্গে জার্মানিতে ক্ষমতা ছাড়ার আগে এটা হবে ম্যার্কেলের সর্বশেষ ওয়াশিংটন সফর।
টানা চার মেয়াদে জার্মানির চ্যান্সেলর পদে রয়েছেন ম্যার্কেল। আগামী সেপ্টেম্বরে তাঁর ক্ষমতা ছাড়ার কথা রয়েছে। পঞ্চম মেয়াদে তিনি ক্ষমতার লড়াইয়ে নামবেন না বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন।
ক্ষমতায় থাকাকালে তাঁর চারজন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে বলে জানিয়েছে সিএনএন।
বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেন–ম্যার্কেলের বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতার সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়টি প্রাধান্য পাবে। একই সঙ্গে কোভিড–১৯ মহামারি মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ, অর্থনৈতিক সমৃদ্ধি ও বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করবেন দুই নেতা।