5.3 C
Düsseldorf

হারবো না কিছুতেই

Must read

গোলজার হোসাইন খান
গোলজার হোসাইন খান
আমি সোনালী ব্যাংক লিমিটেড এর একজন অবসরপ্রাপ্ত এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার।অতি সাধারণ মানুষ। কোন উচ্চাভিলাষ নেই। সাংসারিক বোধবুদ্ধি শূন্যের কোঠায়। হেরে যাওয়া মানুষের পাশে থাকি।এড়িয়ে চলি স্বার্থপরতা।বিনম্র শ্রদ্ধায় নত হই সৃষ্টিশীল-পরিশ্রমী মানুষের প্রতি আর ভালবাসি আমার পেশাকে।

তোমার অশরীরী আত্মার
দোর্দণ্ড দৌরাত্মে আর ভয় পাইনে।
দূরত্বের দেয়াল ডিঙিয়ে
নৈকট্যের সন্ধানে আমি মরিয়া।
তোমার বিষ নিঃশ্বাসে যা হারিয়েছি
তা ফিরে পেতে প্রাণ করে আনচান,
চিরদিনের প্রিয় পরিজন-পিতা মাতা সন্তান।
ঘরবন্দী ছিলাম তোমার ভয়ে নয়,
তা ছিল রনকৌশলের অংশ।
অচিরেই জাতভাইদের মত তুমিও হবে নির্বংশ।
তোমার ছদ্মবেশের স্বরূপ চিনতে
নানান তথ্য উপাত্ত,
জীবনের মোহে ঢেকে দিয়েছিল
আমার মনুষ্যত্ব।
তুমি ক্ষুদ্র ভাইরাস, আমি মস্ত আকাশ –
চিনতে পেরেছি যেই
আমি মানুষ – মাথা উঁচু করে বাঁচি,
হারবো না কিছুতেই।

- Advertisement -spot_img

More articles

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে অনুগ্রহ করে আপনার নাম লিখুন

- Advertisement -spot_img

সর্বশেষ আপডেট