তোমার অশরীরী আত্মার
দোর্দণ্ড দৌরাত্মে আর ভয় পাইনে।
দূরত্বের দেয়াল ডিঙিয়ে
নৈকট্যের সন্ধানে আমি মরিয়া।
তোমার বিষ নিঃশ্বাসে যা হারিয়েছি
তা ফিরে পেতে প্রাণ করে আনচান,
চিরদিনের প্রিয় পরিজন-পিতা মাতা সন্তান।
ঘরবন্দী ছিলাম তোমার ভয়ে নয়,
তা ছিল রনকৌশলের অংশ।
অচিরেই জাতভাইদের মত তুমিও হবে নির্বংশ।
তোমার ছদ্মবেশের স্বরূপ চিনতে
নানান তথ্য উপাত্ত,
জীবনের মোহে ঢেকে দিয়েছিল
আমার মনুষ্যত্ব।
তুমি ক্ষুদ্র ভাইরাস, আমি মস্ত আকাশ –
চিনতে পেরেছি যেই
আমি মানুষ – মাথা উঁচু করে বাঁচি,
হারবো না কিছুতেই।