হাজব্যান্ড

Must read

গোলজার হোসাইন খান
আমি সোনালী ব্যাংক লিমিটেড এর একজন অবসরপ্রাপ্ত এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার।অতি সাধারণ মানুষ। কোন উচ্চাভিলাষ নেই। সাংসারিক বোধবুদ্ধি শূন্যের কোঠায়। হেরে যাওয়া মানুষের পাশে থাকি।এড়িয়ে চলি স্বার্থপরতা।বিনম্র শ্রদ্ধায় নত হই সৃষ্টিশীল-পরিশ্রমী মানুষের প্রতি আর ভালবাসি আমার পেশাকে।

শৈশবে স্কুল মাঠে হারিয়ে ফেলেছিলে
তোমার মাথার ব্যান্ড।
কমলার কোয়ার মত ঠোঁট ফুলিয়ে-
কি কান্না তোমার!
আমি সইতে পারিনি।
বেলা ডুবে গেল, তবু ব্যান্ড পাওয়া গেলনা।
সেই ব্যান্ড হারানোর একযুগ পূর্তিতে-
তোমাকেই খুঁজে পেলাম নতুন করে।
ব্যান্ড বাজিয়েই নিয়ে এলাম ঘরে।
যে ব্যান্ডের গান পছন্দ করতে-
তার সবগুলো ক্যাসেট তোমায় কিনে দিয়েছি।
সারা দুনিয়ায় কানেক্টেড থাকতে ,
ইন্টারনেট সংযোগে আছে ব্রডব্যান্ড লাইন।
তোমার চুল বাঁধার অতি তুচ্ছ রাবার ব্যান্ড-
সেও কত যত্নে থাকে আলমারির দেরাজে।
এত ব্যান্ডের ভীড়ে শুধু অবহেলায় পড়ে থাকে,
এক হতভাগ্য হাজব্যান্ড।

- Advertisement -

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে অনুগ্রহ করে আপনার নাম লিখুন

Exit mobile version