শৈশবে স্কুল মাঠে হারিয়ে ফেলেছিলে
তোমার মাথার ব্যান্ড।
কমলার কোয়ার মত ঠোঁট ফুলিয়ে-
কি কান্না তোমার!
আমি সইতে পারিনি।
বেলা ডুবে গেল, তবু ব্যান্ড পাওয়া গেলনা।
সেই ব্যান্ড হারানোর একযুগ পূর্তিতে-
তোমাকেই খুঁজে পেলাম নতুন করে।
ব্যান্ড বাজিয়েই নিয়ে এলাম ঘরে।
যে ব্যান্ডের গান পছন্দ করতে-
তার সবগুলো ক্যাসেট তোমায় কিনে দিয়েছি।
সারা দুনিয়ায় কানেক্টেড থাকতে ,
ইন্টারনেট সংযোগে আছে ব্রডব্যান্ড লাইন।
তোমার চুল বাঁধার অতি তুচ্ছ রাবার ব্যান্ড-
সেও কত যত্নে থাকে আলমারির দেরাজে।
এত ব্যান্ডের ভীড়ে শুধু অবহেলায় পড়ে থাকে,
এক হতভাগ্য হাজব্যান্ড।