তাইমন টা আজ বেড়াতে গেছে পদ্মা নদীর পাড়ে,
তাই তো আমি বসে আছি গহীন জলের ধারে।
পাল তোলা সব নৌকা চলে খালের বাঁকে বাঁকে
মন পবনে চলি আমি নায়ের সাথে সাথে।
জ্যোৎস্না মাখা চাদর গায়ে,যাব অনেক দূর
সেথায় আছে মুগ্ধ করা আমার মনের সুর।।
হাজার তারার সঙ্গে আমি করব মিতালি
গীতের সাথে দেবো তারে,ভালোবাসার ঢালি।
চলবে কথন দুজনাতে,সুরের মোহনায়
কনে দেখা আলোতে,মিলবো দুজনায়।
রাত পোহালো,সুর্য্য উঠে জানায় সম্ভাসন
স্বপ্নের সাথে মিলিয়ে গেলো সুরের আয়োজন।
৭/৪/২০২১