বুর্কিনা ফাসোর সরকার শনিবার জানিয়েছে যে সে দেশের উত্তরাঞ্চলের একটি গ্রামে সশস্ত্র হামলাকারীরা রাতের বেলায় ১৩৮ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে। আক্রমণকারীরা শুক্রবার রাতে নিজারের সীমান্ত সংলগ্ন ইয়াঘা প্রদেশের সোলহান গ্রামের বাসিন্দাদের হত্যা করে। সরকার এক বিবৃতিতে বলছে, তারা ঘরবাড়ি এবং বাজারেও অগ্নি সংযোগ করে। সরকার এই হামলাকারীদের সন্ত্রাসবাদী বলে চিহ্নিত করেছে তবে কোন গোষ্ঠীই ‘এর দায় স্বীকার করেনি। পশ্চিম আফ্রিকার সাহেল এলাকার আল কায়দা এবং ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ত জিহাদিদের আক্রমণ এ বছর বিশেষতঃ বুর্কিনা ফাসো, মালি এবং নিজারে বৃদ্ধি পেয়েছে এবং এর নির্মম শিকার হচ্ছে বেসামরিক লোকজন।
গতকালের এই ঘটনায় সরকার ৭২ ঘন্টার জাতীয় শোক ঘোষণা করেছে। বুর্কিনা ফাসোতে সহিংসতার কারণে মাত্র গত দু বছরে ১১ লক্ষ ৪০ হাজার লোক বাস্তুচ্যূত হয়েছে। এই দারিদ্র-ক্লিষ্ট দেশটি প্রতিবেশী মালি থেকে যাওয়া প্রায় ২০,০০০ শরনার্থীকে আশ্রয় দিয়েছে । তারা জিহাদিদের হামলা থেকে রক্ষা পেতে দেশ ত্যাগে বাধ্য হয়েছে।