রাস্তার ওপর রাস্তা দিয়ে অনবরত চলছে প্রচুর গাড়ি। ঠিক সেই সময়েই মাথার ওপরে ভেঙে পড়ল ট্রেনের ওভারপাস। আবার সেখান থেকে ঝুলছে ট্রেন! হাড় হিম করা ঘটনায় মৃত্যু ঘটেছে কমপক্ষে ২৩ জনের। যার মধ্যে রয়েছে শিশুও। ঘটনাটি মেক্সিকোর। সোমবার রাত সাড়ে দশটা নাগাদ এই ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় ৬৫-র বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন মেক্সিকোর মেয়র। এর মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার ভিডিয়োটি স্থানীয় টিভি চ্যানেলে প্রকাশ্যে আসে। দেখা গিয়েছে দুটো ট্রেন ভয়ঙ্কর ভাবে ঝুলছে। প্রাথমিক ভবে বড় ল্যাডার ব্যবহার করা হচ্ছিল। কিন্তু তাতে কাজ না হওয়ায় তারপর ক্রেন আনা হয়েছে।
মেক্সিকোর মেয়র Claudia Sheinbaum জানান, উদ্ধারকাজ সাময়িকভাবে থমকে গিয়েছে। কারণ হিসেবে তিনি বলেন, ট্রেনগুলির অবস্থা ভাল নয়। তবে তারপরে দ্রুততার সঙ্গে উদ্ধারকার্য চালানো হয়। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।