12.6 C
Düsseldorf

যে কারণে লিথুয়ানিয়া থেকে সৈন্য ফিরিয়ে নিল জার্মানি

Must read

লিথুয়ানিয়ায় জার্মানির সেনা গিয়েছিল ন্যাটো বাহিনীর সদস্য হিসেবে। কিন্তু তারা বর্ণবাদী ও ইহুদিবিদ্বেষী মন্তব্য করেছেন এবং তাদের বিরুদ্ধে যৌন সহিংসতার অভিযোগ ওঠায় তাদের দেশে ফেরানো হলো। তিরিশজন জার্মান সেনাকে দেশে ফেরানো হয়েছে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সামরিক মুখপাত্র এই খবর জানিয়েছেন।

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, “যারা আমাদের দেশকে রক্ষা করেন, এই অভিযোগ তাদের মুখে একটা চপোটাঘাত। ”

তিনি বুধবারই বলেছিলেন, অভিযুক্ত সেনাদের অবিলম্বে দেশে ফেরানো হবে। বৃহস্পতিবার তাদের ফেরানো হয়েছে। তিনি জানিয়েছেন, “দোষীদের কঠোর শাস্তি দেয়া হবে। ”

জার্মানির একটি পত্রিকা জানিয়েছে, ওই ঘটনা গত এপ্রিলে একটি হোটেলে পার্টি করার সময় হয়েছিল। সেখানে সেনার একটা অংশ বর্ণবাদী ও ইহুদিবিদ্বেষী গান করেন। একজন সেনা অন্য একজনের ওপর যৌন হেনস্থার চেষ্টা করেন। অন্য সেনা তখন ঘুমাচ্ছিলেন।

ওই পত্রিকার রিপোর্ট বলছে, কিছু সেনা মাতাল হয়ে এমন কাণ্ড করেছিলেন যে, সেনা-পুলিশকে ডাকতে হয়।
তারপর তদন্ত করে দেখা যায়, সেনারা এর আগে একটি অনুষ্ঠানে হিটলারের জন্মদিনের গান পর্যন্ত গেয়েছিলেন।

সেনা মুখপাত্র জানিয়েছেন, ওই সেনাদের বিরুদ্ধে বর্ণবাদ, ইহুদিবিদ্বেষ ও যৌন হেনস্থার অভিযোগ আনা হয়েছে। তিনি জানিয়েছেন, এই ধরনের ব্যবহারের ক্ষেত্রে কোনও অজুহাত থাকতে পারে না।এটা খুবই লজ্জার।

-সূত্র: ডয়েচে ভেলে

- Advertisement -spot_img

More articles

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে অনুগ্রহ করে আপনার নাম লিখুন

- Advertisement -spot_img

সর্বশেষ আপডেট