7.2 C
Düsseldorf

যুক্তরাষ্ট্রের দীর্ঘতম যুদ্ধের অবসান ঘটানোর সময় এসেছে : বাইডেন

Must read

যুক্তরাষ্ট্রের দীর্ঘতম যুদ্ধের অবসান ঘটানোর সময় এসেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের পরও দেশটির সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে। তবে তা কোনো ধরনের সামরিক সহায়তা নয়। হোয়াইট হাউস থেকে দেওয়া এক বক্তব্যে এ কথা বলেন বাইডেন। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

জো বাইডেন আরও বলেন, ‘আমরা আফগানিস্তানে গিয়েছিলাম কারণ ২০ বছর আগে ভয়াবহ হামলা চালানো হয়েছিল। কিন্তু এই ২০২১ সালেও সেখানে থাকার জন্য এটি কোনো যুক্তি হতে পারে না।’

বাইডেন বলেন, ‘আমরা আফগানিস্তানে সামরিক উপস্থিতি বৃদ্ধি বা প্রসারিত করতে পারি না। আমরা আশা করছি যে, সৈন্য প্রত্যাহারের জন্য উপযুক্ত সময় নির্ধারণ করতে পারব।’

- Advertisement -spot_img

More articles

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে অনুগ্রহ করে আপনার নাম লিখুন

- Advertisement -spot_img

সর্বশেষ আপডেট