প্রায় বাহান্ন বছর আগে চাঁদের মাটিতে পা রেখে নেইল আর্মস্ট্রং/এডউইন ই অলড্রিন বলেছিলেন, It’s a small step for man but a giant leap for mankind.নাসার কর্মকাণ্ডে প্রতিনিয়ত প্রতিধ্বনিত হয় এই কথাগুলো।
মহাকাশবিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে প্রতিদিনই একটু-একটু করে নতুন অর্জন এগিয়ে দিচ্ছে মানবজাতিকে। যেমন এগিয়ে দিল নাসার মিনিয়েচার রোবট।
নাসার মিনিয়েচার রোবট হেলিকপ্টার যার নাম ইনজেনুইটি সেটি সফল ভাবে মঙ্গলপৃষ্ঠে অবতরণ করতে পারল। কোনও একটি গ্রহের ভূমিপৃষ্ঠে এটিই প্রথম এ-জাতীয় কোনও এয়ারক্রাফটের অবতরণ।
এই যানটির উড়ানের সঙ্গে অবশ্য ছোট্ট একটি ইতিহাস জড়িত। এই গ্রহে প্রথম উড়োজাহাজের রূপকার রাইট ভ্রাতৃদ্বয়কে শ্রদ্ধা জানিয়েই এই উড়ানের পরিকল্পনা নাসার।
লাল গ্রহের এই সাফল্য এরপর এই ধরনের আরও নতুন অ্যাডভেঞ্চারের রাস্তা খুলে দেবে। নাসার তরফে জানানোও হয়েছে, মঙ্গল-এর এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সোলার সিস্টেম এর আরও নানা রহস্যভেদ সম্ভব হবে। হয়তো কোনও দিন শুক্র কিংবা শনির চাঁদ টাইটান এর রহস্যও অজানা থাকবে না।