8.9 C
Düsseldorf

মরণোত্তর ইচ্ছে

Must read

‘কথা বলা বন্ধ হবে, বাকধ্বনি হারিয়ে যাবে;
ইন্দ্রিয় গুলো কাজ করবে না।
বেঁচে থেকে যাদের কাছে শত্রু ছিলাম তারা ও আসবে একফোঁটা জল দিয়ে ধুয়ে দিতে।
কেউ হয়ত ছুঁবে না, মরা বলে অর্স্পশনীয় হয়ে উঠবো।
দূর থেকে কেউ আড়ালে কেঁদে যাবে অতীত মনে করে।
কেউ আবার গায়ে পড়ে ডুকরে কেঁদে যাবে।
আমায় যত্ন করে পোড়াবে চন্ডাল-চাড়ালে; আমায় খুব ভালোবেসে দিয়ে আসবে যমলোকে, পাপীর আবার স্বর্গে হয় না ঠাঁই,
ধূর ছাই মরণ বেলায় কেঁদে কেনো, মিথ্যা মায়ায় জড়াও হায়!
বেল বাজবে, ঘন্টা বাজবে আমার পোড়া হলে, নিয়ে যেও ছাই বাতাসে উড়ায়; ভালো লাগলে ফেলো দিও দু-মুঠো গঙ্গায় কিংবা বেনারসের জলে।
শুকতারা বা এমনি গ্রহ উপগ্রহ যদি হওয়ার সুযোগ পায়।
সত্যি বলছি রোজ রাতে আলো দেবো তোমাদের ঘরের জানালায়

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
- Advertisement -spot_img

More articles

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে অনুগ্রহ করে আপনার নাম লিখুন

- Advertisement -spot_img

সর্বশেষ আপডেট