10.2 C
Düsseldorf

মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধ করতে ফ্রান্সের প্রেসিডেন্টের তাগিদ

Must read

গত কয়েক দিন ধরে উত্তপ্ত ফিলিস্তিন ও ইসরায়েল। ইসরায়েলের বিমান হামলায় এ পর্যন্ত ২৭ শিশুসহ মোট ১০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রতিবাদে হামাসের পাল্টা দেড় সহস্রাধিক রকেট হামলায় দিশাহারা ইসরায়েল। এমন পরিস্থিতিতে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি দৃঢ়ভাবে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

এক টুইট বার্তায় তিনি বলেছেন, “মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধ করতে হবে। আমি যুদ্ধবিরতি এবং সংলাপের জন্য দৃঢ়ভাবে আহ্বান জানাই। আমি শান্ত অবস্থা ও শান্তির জন্য আহ্বান জানাচ্ছি।” ইমানুয়েল ম্যাক্রোর এই টুইট বার্তাটি হিব্রু ও আরবিতে অনুবাদও করা হয়।

এদিকে, এক সপ্তাহ কেটে গেছে। হামাসের সঙ্গে ইসরায়েলি সেনার লড়াই এখনো অব্যাহত। বৃহস্পতিবার গাজা স্ট্রিপে একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েল। বর্তমানেও একই অবস্থা বিরাজ করছে। একই সঙ্গে গাজার সীমানায় মোতায়েন করা হয়েছে ইসরায়েলি সেনার স্থলবাহিনী। তারাও সেখান থেকে মর্টার হামলা চালাচ্ছে। প্রত্যুত্তরে এখনো রকেট হামলা চালাচ্ছে হামাস।
সূত্র : আলজাজিরা।

- Advertisement -spot_img

More articles

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে অনুগ্রহ করে আপনার নাম লিখুন

- Advertisement -spot_img

সর্বশেষ আপডেট