8.5 C
Düsseldorf

বিশ্বের প্রথম জলবায়ু নিরপেক্ষ মহাদেশ হতে উদগ্রীব ইউরোপ

Must read

গতকাল বৃহস্পতিবার (২২ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আহ্বানে শুরু হওয়া জলবায়ু সামিট-২০২১ তে এক ভিডিও বার্তায় এ ইচ্ছের কথা জানিয়েছেন ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন।

তিনি বলেন, “ইউরোপীয়ান পার্লামেন্ট এবং ২৭টি দেশের সরকারের সঙ্গে গতকাল আমরা ইউরোপের প্রথম জলবায়ু আইনে সম্মত হয়েছি। পাশাপাশি ইউরোপীয়ান গ্রিন চুক্তির মাধ্যমে লক্ষ্য ঠিক করা হয়েছে যে, ২০৫০ সালের মধ্যে ইউরোপকে জলবায়ু নিরপেক্ষ করা হবে।”

বুধবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ঘোষণা করেছে যে, জলবায়ু আইন অনুযায়ী আগামী ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ ৫০ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ সময় জলবায়ু সামিট আয়োজনের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উরসুলা ভন ডের লেইন বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে আবারও পাশে পাওয়াটা ভালো। একসঙ্গে আমরা আরো দ্রুত অগ্রসর হতে পারবো এবং ভবিষ্যতে বিজয়ী হবো।”

- Advertisement -spot_img

More articles

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে অনুগ্রহ করে আপনার নাম লিখুন

- Advertisement -spot_img

সর্বশেষ আপডেট