5.3 C
Düsseldorf

বিল গেটস বিচ্ছেদ। মজা করতে দোষ কি

Must read

গোলজার হোসাইন খান
গোলজার হোসাইন খান
আমি সোনালী ব্যাংক লিমিটেড এর একজন অবসরপ্রাপ্ত এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার।অতি সাধারণ মানুষ। কোন উচ্চাভিলাষ নেই। সাংসারিক বোধবুদ্ধি শূন্যের কোঠায়। হেরে যাওয়া মানুষের পাশে থাকি।এড়িয়ে চলি স্বার্থপরতা।বিনম্র শ্রদ্ধায় নত হই সৃষ্টিশীল-পরিশ্রমী মানুষের প্রতি আর ভালবাসি আমার পেশাকে।

শিশুদের নিয়ে আজকালকার বাবা-মা দের একটা কমন কম্প্লেন,’ বাচ্চাটা ভাত খেতে চায় না।’ কিন্তু আমাদের মতো ছা-পোষা কারো বউ যদি ভাত খেতে না চায় তবে সেই স্বামী বেচারার ইজ্জত এতটাই ফুটো হয়ে যায় যে রিপু করলেও তা আলগা হয়েই থাকে। তবে বিল গেটসের মতো মহামানবের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম।এখানে সম্পদের তোড়ে ভেসে যায় সম্পর্কের জঞ্জাল। সারা দুনিয়ার এমন কোন প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়া নেই যেখানে তার বউয়ের ‘ভাত না খাওয়ার’ গল্প জায়গা পায়নি।তবে বাঙালির বিশ্লেষণ অন্যরকম।

কাইশ্যা মিয়া তার অনুসন্ধানি প্রতিবেদনে উল্লেখ করেছেন যে স্রেফ কিপ্টামির জন্য বুইড়া কালে গেটস সাহেবের এই নাক ছ্যাঁচানি খাইতে হইলো।বেগম সাহেবা নাকি ঈদ উপলক্ষে নীচের লিষ্ট মোতাবেক সওদা আনতে বলছিল। কিন্তু গেটস সাহেব লকডাউনের অছিলায় তা আনে নাই।ফলে যা হবার তাই হইছে।

১। লিপিষ্টিক
২। লিপ লাইনার
৩। নেইল পলিশ
৪। ফেস পাউডার
৫। আই লাইনার
৬। মাসকারা
৭। আই শেডো বক্স
৮। মেকআপ বক্স
৯। শাম্পু ফর হেয়ার
১০। কনডিশনার
১১। নারকেল তেল
১২। সাবান
১৩। সোপ বক্স
১৪। পাউডার
১৫। পাউডার বক্স
১৬। টুথ পেস্ট
১৭। টুথ ব্রাশ
১৮। চিরুনি
১৯। তোয়ালে
২০। রুমাল
২১। টিপ
২২। আইব্রো পেনসিল
২৩। কাজল
২৪। চুলের ক্লিপ
২৫। চুলের কাটা
২৬। খোপা
২৭। বডি লোশন
২৮। মেহেদি টিউব
২৯। গ্লিটার
৩০। রাখি
৩১। আয়না
৩২। বডি স্প্রে
৩৩। পারফিউম
৩৪। সেফটিপিন (Golden & Silver)
৩৫। চুড়ি (glass, city gold)
৩৬। নাকের নথ (city gold)
৩৯। আলতা
৪০। চুলের জন্য কাপড়ের ফুল
৪১। কুমকুম টিপ
৪২। ঘড়ি
৪৩। ওড়না
৪৪। স্যানডেল
৪৫। ফেসওয়াশ
৪৬। শাম্পু আফটার শাউয়ার
৪৭। সান স্ক্রিন বডি লোশন
৪৮। মাউথ ওয়াশ
৪৯। ফেস ক্রিম
৫০। হেয়ার স্ট্রেটনার
৫১। অলিভ অয়েল
৫২। ময়েশ্চারাইজার
৫৩। টোনার
৫৪। মেকাপ রিমুভার প্লাস কটন
৫৫। অরনামেন্ট ব্যাগ
৬৬। দেয়াল ঘড়ি
৫৭। রুমের জন্য স্যান্ডেল (নরম)
৫৮। মিস্ট
৫৯। হেয়ার ড্রায়ার
৬০। হেয়ার স্প্রে
৬১। নেইল কাটার
৬২। ক্যানডেল
৬৩। লেইস
৬৪। মোজা
৬৫। ট্রলি ব্যাগ
৬৬। ভেনেটি ব্যাগ
৬৭। পার্টি ব্যাগ
৬৮| নেইল পলিশ রিমুভার
৬৯। গহনা (গোল্ড + সিটি গোল্ড)
৭০। ফেস স্ক্রাব
৭১। হিট প্রটেকশন স্প্রে
৭২। শাড়ি/লেহেংগা
৭৩। বোরকা/স্কার্ফ
৭৪। বডি ওয়াশ
৭৫। আই পেন্সিল
৭৬। কন্সিলার
৭৭। লুজ মেকাপ পাউডার।

কে না জানে যে বউ পালতে হলে এই আইটেম গুলো ডাল ভাতের মতো লাগবেই। আর বিল গেটস এর মতো বুদ্ধিমান মানুষ বুঝলো না!এখন বোঝো ঠ্যালা! পৌনে তের হাজার কোটি ডলারের হিসাব বুঝায়া দেও!!

- Advertisement -spot_img

More articles

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে অনুগ্রহ করে আপনার নাম লিখুন

- Advertisement -spot_img

সর্বশেষ আপডেট