-তুমি কি জানো কেন শ্রীকান্তের অন্নদা দিদি এক সাপুড়ের সাথে পালিয়ে গিয়েছিল?
-মেয়েরা আহাম্মক বলেই এমনটা করে।
-মৃত্যুঞ্জয়তো পুরুষ ছিল সে কি জাত,ধর্ম সব ছেড়ে ছুড়ে...
কতোই বা বয়স।বড় জোর পাঁচ ছয়। বাড়ীতে আসা মেহমান আচমকা জিজ্ঞেস করলেন,'খোকা কোন ক্লাসে পড়?'
আমি নিরুত্তর। মা রক্ষা করলেন,'ও এখনও স্কুলে যায় না।'
তিনি বিস্মিত...