তোমার অশরীরী আত্মার
দোর্দণ্ড দৌরাত্মে আর ভয় পাইনে।
দূরত্বের দেয়াল ডিঙিয়ে
নৈকট্যের সন্ধানে আমি মরিয়া।
তোমার বিষ নিঃশ্বাসে যা হারিয়েছি
তা ফিরে পেতে প্রাণ করে আনচান,
চিরদিনের প্রিয়...
বাবা,
বিশ্বাস করো-তোমার অনুমিত ধারণায়
যতোটা অপদার্থ ভেবেছিলে-
আমি অতটা মন্দ ছিলাম না।
অনিশ্চিত আগামীর আতংকে -
আমার ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় তোমার মত
কষ্ট কম পাইনি আমিও।
পান্তার পানিতে কতদিন মিশে...
অনেক দিনের পুরনো অভ্যেস -
তাই পাশ ফিরে অন্ধকারে হাতড়াই।
তেল চিটচিটে কাঁথা খানা ছাড়া-
আর কিছু নাই-কেউ নাই।
ঘরময় তার গন্ধটা শুধু পাই।
বড় বাঁচা বেঁচে গেছে-
ক্ষিধা-তেষ্টার...