17.7 C
Düsseldorf

বিক্ষোভে উত্তাল আয়ারল্যান্ড

Must read

বাণিজ্যে কড়াকড়ির জেরে আয়ারল্যান্ডের উত্তরাঞ্চলে সপ্তাহ জুড়ে অশান্ত পরিস্থিতি বিরাজ করছেI গত সপ্তাহ থেকেই ব্যাপক সহিংসতা হচ্ছে বেলফাস্টের রাজপথে। মাষ্কধারী দাঙ্গা-কারীরা পুলিশ ভ্যান লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করেI পুলিশও সম্প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণ করে। দায়িত্বপালনের সময় বেশ কিছু পুলিশ সদস্যের আহত হওয়ার খবরও পাওয়া যায়।

ব্রেক্সিটের ফলে যুক্তরাজ্যের সাথে আয়ারল্যান্ডের বাণিজ্যিক সম্পর্কের বেশ কিছু বিধিনিষেধ দেখা দেয়। এর জের ধরে সাম্প্রতিক এই উত্তেজনার সৃষ্টি হয়। প্রিন্স ফিলিপের মৃত্যুর কারণে আন্দোলন স্থগিতের আহ্বান জানানো হলেও, পরিস্থিতি শান্ত হয়নি। আয়ারল্যান্ডের বেশ কয়েকটি শহরে বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে পেট্রোল বোমা মেরেছে, পাথর ছুড়েছে। ব্রেক্সিটের প্রভাব নিয়ে ক্ষোভ ঝাড়তে আন্দোলনকারীরাও পিছপা হয়নি।

উল্লেখ্য অতীতে আয়ারল্যান্ডের স্বাধীনতাকামী ও যুক্তরাজ্যপন্থিদের মধ্যে দীর্ঘ বিরোধের ইতিহাস রয়েছে। ১৯৯৮ সালের গুড ফ্রাইডে চুক্তির ফলে শান্ত হওয়া সেই বিরোধ গত সপ্তাহের দাঙ্গার মধ্য দিয়ে আবার চালু হতে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।

- Advertisement -spot_img

More articles

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে অনুগ্রহ করে আপনার নাম লিখুন

- Advertisement -spot_img

সর্বশেষ আপডেট