জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা ম্যার্কেল বলেছেন, ‘রাস্তাঘাটে ইহুদিদের প্রতি বিদ্বেষপূর্ণ মন্তব্য করলে বা বর্ণবাদের উসকানি দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের কর্মকাণ্ড যারা করবে, তাদের কঠোর শাস্তি দেয়া হবে।’ ফিলিস্তিনের সমর্থনে রোববার নির্ধারিত সমাবেশে কোনো ধরনের অ্যান্টি-সেমিটিক বা বর্ণবাদী আচরণ বরদাশত করা হবে না বলে হুঁশিয়ার করেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। শনিবার তিনি এ হুঁশিয়ারি দেন বলে এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে। ম্যার্কেল আরো বলেন, মতপ্রকাশের স্বাধীনতার অধিকার নিশ্চিত ও শান্তিপূর্ণ সমাবেশ করার বিষয় জার্মানির সংবিধানে উল্লেখ রয়েছে। তবে ভিন্ন মতাবলম্বীদের ওপর আক্রমণ বা তাদের বিশ্বাসের ওপর আঘাত, বর্ণবাদী দৃষ্টিভঙ্গি ধারণ বা অশ্রদ্ধার ঠাঁই সংবিধানে নেই। গত শনিবার জার্মানির রাজধানী বার্লিনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ মিছিল সহিংস রূপ নেয়। ওই সময় ৬০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে জার্মান পুলিশ। আহত হয় এক শর মতো পুলিশ কর্মকর্তা। এএফপি।