বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ফ্লোরিডায় ১২তলা ভবনের একাংশ ধ্বসে পড়ে কমপক্ষে একজন নিহত ও ৯৯জন নিখোঁজ রয়েছে।ফ্লোরিডার কর্মকর্তারা বলেছেন তারা জানেন না মায়ামির ঠিক উত্তরে একটি শহরে কি কারণে সৈকতমুখী ঐ ভবন ধ্বসে পড়েছে।
মিয়ামি-ডেইড ফায়ার রেসকিউ এর সহকারী প্রধান রেইড জাডাল্লাহ সাংবাদিকদের জানান, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে সার্ফসাইড শহরে জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। তিনি জানান, ভবনের উত্তর-পূর্ব কোণ যেখানে প্রায় ৫৫টি ইউনিট ছিল, ধসে পড়ে। রেইড জাডাল্লাহ বলেন উদ্ধারকর্মীরা ভবনের অক্ষত অংশ থেকে ৩৫জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। আরও দু’জনকে ভবনের ধসে পড়া অংশ থেকে উদ্ধার করে।
জাদাল্লাহ বলেন, ঘটনাস্থলে আহত ১০ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। সার্ফসাইড মেয়র চার্লস বারকেট জানিয়েছেন, দু’জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে একজনকে মৃত ঘোষণা করা হয়। বার্কেট বলেন যে তাঁকে বলা হয়েছে ভবনের ধসে পড়া অংশে ভাড়াটের সংখ্যা বেশী এবং ধারণা করছেন মৃতের সংখ্যা আরও বাড়বে।