8.8 C
Düsseldorf

ফ্রান্সে ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা নিহত

Must read

প্যারিসের শহরতলির র‌্যামবউইলেটের একটি পুলিশ স্টেশনে ছুরির হামলায় এক নারী পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।গতকাল শুক্রবার (২৩ এপ্রিল) ফ্রান্সের রাজধানী থেকে ৩৫ মাইল দক্ষিণের এই এলাকাটিতে এ ঘটনা ঘটে। খবর প্রকাশ করেছে বিবিসি ও সিনএনএন।

সংশ্লিষ্ট কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ৩৬ বছর বয়সী হামলাকারী পাল্টা গুলিতে মারাত্বকভাবে আহত হন এবং পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়েন। বেশ কয়েকবছর আগে এই ব্যক্তি তিউনিশিয়া থেকে ফ্রান্সে আসেন বলে জানা গেছে।

বিবিসি জানিয়েছে, এখনো হামলার কোনো কারণ খুঁজে পায়নি পুলিশ। তবে প্রাথমিকভাবে এটিকে জঙ্গি হামলা হিসেবেই দেখা হচ্ছে। ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে সন্ত্রাসবিরোধী প্রসিকিউটররা।

এদিকে, সরাসরি ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স এবং স্বরাষ্ট্রমন্ত্রী জুরাল্ড ডারমানিন। পরে এক টুইট বার্তায় জিন ক্যাসটেক্স বলেন, কাপুরুষতার এক বর্বর আচরণের মধ্য দিয়ে ফ্রান্স প্রজাতন্ত্র একজন বীরকে হারিয়েছে।

- Advertisement -spot_img

More articles

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে অনুগ্রহ করে আপনার নাম লিখুন

- Advertisement -spot_img

সর্বশেষ আপডেট