8.4 C
Düsseldorf

ফ্রান্সে চালু হলো এক অ্যাপসে আশ্রয়প্রার্থীদের জন্য সব সেবা

Must read

ফ্রান্সের দক্ষিণ পশ্চিমে অবস্থিত ‘ভার’ প্রেফেকচুর আশ্রয়প্রার্থীদের সহায়তায় নতুন একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালুর ঘোষণা দিয়েছে। অ্যাপসটি আপাতত ছয়টি ভাষায় পাওয়া যাবে। আশ্রয়প্রার্থীদের প্রশাসনিক, স্বাস্থ্য, আবাসন এবং দৈনন্দিন জীবনকে সহজ করতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে ‘ভার’ প্রেফেকচুর।

ফ্রান্সের প্রশাসনিক কাজগুলো বেশ জটিল এবং ভাষাগত সমস্যাসহ নানা কারণে আশ্রয়প্রার্থীরা এ প্রক্রিয়াগুলো বুঝতে অনেক সময় ভোগান্তিতে পড়েন। এসব সমস্যার সমাধানে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমে অবস্থিত ভার ডিপার্টমেন্ট ফিনদাওয়ে নামক একটি মোবাইল অ্যাপস চালু করেছে। ১৯ মে এ ঘোষণাটি দেয় ভার প্রেফেকচুর কর্তৃপক্ষ।

অ্যাপসটি আপাতত ছয়টি ভাষায় এবং আইওস ও অ্যান্ড্রয়েড প্লাটফর্মে বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।

ভার প্রেফেকচুর কর্তৃপক্ষ একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “অ্যাপ্লিকেশনটির মাধ্যমে এই ডিপার্টমেন্টে বসবাসরত সব আশ্রয়প্রার্থী এবং শরণার্থীদের প্রশাসনিক সব আপডেট প্রদান করা হবে। এছাড়া ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী নিজেদের জন্য প্রযোজ্য সব তথ্য ব্যক্তিগতভাবে পাওয়ার সুযোগ রাখা হয়েছে। এটি তাদের দৈনন্দিন জীবনকে সহজ করবে এবং ফরাসি সমাজে দ্রুত ইন্টিগ্রেট হতে সাহায্য করবে।”
এই উদ্যোগটি সফল করতে ভার ডিপার্টমেন্টের আওতাধীন সব প্রশাসনিক দপ্তর এবং অভিবাসীদের নিয়ে কাজ করা বিভিন্ন এনজিও ও সংস্থাসমূহ দীর্ঘদিন নিরলসভাবে কাজ করেছেন।

অ্যাপসটির সাহায্য সব প্রশাসনিক কাজে সহায়তা এবং তাৎক্ষণিক পরামর্শ পাওয়া যাবে। যেমন, আশ্রয়প্রার্থীদের জন্য বিভিন্ন এনজিও যেসব জায়গায় খাবার বিতরণ করে সেগুলোর ঠিকানা, শিশুদের জন্য নির্ধারিত ডে কেয়ার সেন্টারগুলির অবস্থান, ডাক্তার এবং হাসপাতালের ঠিকানা বা এমনকি একজন আশ্রয়প্রার্থী যেখানে আছেন তার আশেপাশে কোন লন্ড্রি সার্ভিস আছে কিনা সেটিও জানা যাবে।

অ্যাপসটির আরো একটি গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে, এটির সাহায্যে অভিবাসন বিষয়ক বিভিন্ন পেশাদার যেমন এনজিও, আইনজীবী, অনুবাদকেন্দ্র, সংস্থা এবং ব্যবহারকারীদের মধ্যে তথ্য বিনিময়ের সুযোগ রাখা হয়েছে। এর ফলে একজন আশ্রয়প্রার্থীর আশ্রয় আবেদন প্রক্রিয়া অনেক সহজ হয়ে উঠতে পারে।

বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে এ বছর আশ্রয় আবেদনের হার অনেক কমে এসেছে। ২০২০ সালে শরণার্থী ও রাষ্ট্রহীন ব্যক্তিদের জন্য কাজ করা ফরাসি দপ্তরে প্রায় ৯৫,০০০ আশ্রয় আবেদন জমা পড়েছে, যেটি ২০১৯ সালের তুলানায় ২৮ ভাগ কম।

ইটালি সীমান্তের কাছে অবস্থিত ‘ভার’ ডিপার্টমেন্টে ২০২১ সালের ৩১ শে মার্চ পর্যন্ত আশ্রয়প্রার্থীদের জন্য ১,০৮৮ টি বিশেষ আবাসনের বরাদ্দ রয়েছে। প্রেফেকচুর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৭ সাল থেকে তারা আশ্রয়প্রার্থীদের অভ্যর্থনা সক্ষমতা বা আবাসনের সংখ্যা তিনগুণ বৃদ্ধি করেছে।

- Advertisement -spot_img

More articles

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে অনুগ্রহ করে আপনার নাম লিখুন

- Advertisement -spot_img

সর্বশেষ আপডেট