10.9 C
Düsseldorf

ফ্রান্সের বৃহৎ তেল কোম্পানি ‘টোটাল’ সন্ত্রাসী হামলার জেরে মোজাম্বিকের একটি গ্যাস ক্ষেত্রের কার্যক্রম বন্ধ করে প্রত্যাহার করে নিলো সকল কর্মী

Must read

নিরাপত্তা সূত্র শুক্রবার জানিয়েছে, ফরাসি এনার্জি জায়ান্ট ‘টোটাল’ গত সপ্তাহে এই অঞ্চলে ভয়াবহ সন্ত্রাসী হামলার পরে উত্তর মোজাম্বিকের একটি সাইট থেকে তাদের কাজ বন্ধ করে সমস্ত কর্মী প্রত্যাহার করেছে। মাপুটোতে একটি সামরিক সূত্র এএফপিকে জানিয়েছে, “টোটাল চলে গেছে,এবং এ বছর তাদের ফেরাতে রাজি করা কঠিন হবে “। ড্রোন নজরদারিতে দেখা গেছে যে আফঙ্গির গ্যাস প্লান্টের খুব কাছাকাছি অঞ্চলে বিদ্রোহীরা অবস্থান নিয়েছে।

আফঙ্গি উপদ্বীপটি সপ্তাহখানেক আগে পালমা শহর থেকে মাত্র দশ কিলোমিটার দূরে হামলার শিকার হয়েছিল, যার ফলে কমপক্ষে দু’জন প্রবাসী শ্রমিকসহ কয়েক ডজন মানুষ নিহত হয়। গত তিন বছরে ইসলামপন্থি জঙ্গিদের ৪৩০ টিরও বেশি সংগঠিত হামলার ধারাবাহিকতায় গত ২৪ শে মার্চ ঘটে বর্বরোচিত হামলার সর্বশেষ ঘটনা। এসব হামলায় ২,৬০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

ডিসেম্বরের শেষের দিকে প্লান্ট চত্বরের নিকটে একাধিক সহিংস হামলার পরে টোটাল নির্মাণ কাজ স্থগিত করে কিছু কর্মী সরিয়ে নিয়েছিল। তবে গত সপ্তাহের এই অভিযানকে ২০১৩ সালের পর থেকে কাবো দেলগাদো প্রদেশকে বিধ্বস্ত করা ইসলামপন্থী বিদ্রোহের সবচেয়ে বড় উত্তরন হিসাবে দেখা গেছে এবং এখনও মানবিক পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার আফুঙ্গি সেনা কমান্ডার চঙ্গো ভিদিগাল গ্যাস প্রকল্পটিকে “নিরাপদ ও সুরক্ষিত” ঘোষণা করার পর টোটাল তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। ক্যাবো দেলগাদোতে কয়েক হাজার সেনা মোতায়েন থাকলেও মোজাম্বিকের বিদ্রোহের বিরুদ্ধে লড়াইয়ের দক্ষতা দীর্ঘদিন ধরেই প্রশ্নবিদ্ধ।এর কারন হিসেবে বিশ্লেষকরা দুর্বল প্রশিক্ষণ এবং সরঞ্জামের অভাবের দিকে ইঙ্গিত করেছেন।

টৌটাল এবং তার অংশীদাররা এই প্রকল্পে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে, যা আফ্রিকার একটি প্রকল্পের জন্য সর্বোচ্চ। ফেব্রুয়ারিতে টোটালের চিফ এক্সিকিউটিভ প্যাট্রিক পোইয়ান বলেছিলেন যে, তিনি মোজাম্বিকের রাষ্ট্রপতি ফিলিপ নিউসির সাথে সাইটের চারপাশে ২৫ কিলোমিটার ব্যাসার্ধে সুরক্ষিত অঞ্চল স্থাপনের বিষয়ে একমত হয়েছেন।

তবে গত সপ্তাহে জিহাদিরা কমপ্লেক্স থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে আক্রমণ চালায় এবং স্থানীয় বাসিন্দাদের শিরশ্ছেদ করে। বহু বিদেশী কর্মীসহ শত শত মানুষকে বিমান ও সমুদ্রপথে সরিয়ে নেওয়া হয়েছে এবং কয়েক হাজার স্থানীয় লোকজন নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাড়ি ঘর ছেড়েছে। জাতিসংঘ জানিয়েছে যে সর্বশেষ সহিংসতায় কমপক্ষে ৯১০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

- Advertisement -spot_img

More articles

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে অনুগ্রহ করে আপনার নাম লিখুন

- Advertisement -spot_img

সর্বশেষ আপডেট