5.2 C
Düsseldorf

ফ্রান্সের প্রধান অস্ত্র ক্রেতা সৌদি আরব

Must read

ফ্রান্সের প্রধান অস্ত্র ক্রেতা সৌদি আরব ২০২০ সালে ইউরোপীয় দেশটি থেকে ৭০ কোটি ৪০ লাখ ইউরোর অস্ত্র কিনেছে।

করোনাভাইরাসের মহামারি এবং বিভিন্ন কারণে ফ্রান্সের অস্ত্র বিক্রির পরিমাণ শতকরা ৪১ ভাগ কমে যাওয়ার পরও প্রধান অস্ত্র ক্রেতা হিসেবে রয়ে গেছে সৌদি।খবর তাসনিম নিউজের।

ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির সংসদে উপস্থাপিত অস্ত্র বিক্রি সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফ্রান্স গত বছর অস্ত্র বিক্রি খাত থেকে ৪৯০ কোটি ইউরো সমপরিমাণ অর্থ আয় করেছে। তার আগের বছর দেশটি এ খাত থেকে অর্থ আয় করেছিল ৮৩০ কোটি ইউরো।

ফ্রান্স থেকে গত বছর আমেরিকা দ্বিতীয় প্রধান ক্রেতা হিসেবে ৪৩ কোটি ৪০ লাখ ইউরো এবং মরক্কো ৪২ কোটি ৬০ লাখ ইউরো মূল্যের অস্ত্র কিনেছে।
ফ্রান্স থেকে সৌদি আরব যেসব অস্ত্র কিনছে তা মানবাধিকার সংস্থাগুলোর কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এসব অস্ত্র প্রধানত দারিদ্রপীড়িত ইয়েমেনের শিশু ও সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। গত ছয় বছরে সৌদি আগ্রাসনে ইয়েমেন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

- Advertisement -spot_img

More articles

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে অনুগ্রহ করে আপনার নাম লিখুন

- Advertisement -spot_img

সর্বশেষ আপডেট