8.8 C
Düsseldorf

প্রশান্ত মহাসাগরে ভেঙ্গে পড়েছে ‘ডারউইন’স আর্চ’

Must read

সমুদ্রের জলরাশির মধ্যে তোরণসদৃশ প্রাকৃতিক ‘ডারউইন’স আর্চ’ ভেঙ্গে পড়েছে। এটি প্রশান্ত মহাসাগরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত। এই প্রস্তুরখণ্ডের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকেরা সেখানে ভিড় জমাতেন।

ইকুয়েডরের পরিবেশ ও পানিসম্পদ মন্ত্রণালয় তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে, প্রাকৃতিক কারণেই আর্চের একাংশ ধসে পড়েছে।

ব্রিটিশ প্রকৃতিবিদ চার্লস ডারউইনের নামে এর নামকরণ করা হয়। ২৩৪টি দ্বীপ নিয়ে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ গঠিত। এর মাত্র চারটিতে মোট ৩০ হাজারের মতো মানুষের বসবাস রয়েছে।

দেশটি প্রশান্ত মহাসাগরে উপকূলে অবস্থিত। মূল ভূখণ্ড থেকে প্রায় ৯৬৫ কিমি পশ্চিমে প্রশান্ত মহাসাগরে অবস্থিত গালাপাগোস দ্বীপপুঞ্জ ইকুয়েডরের সীমানাভুক্ত। ইকুয়েডর বিষুবরেখার ওপরে অবস্থিত।
মন্ত্রণালয়ের ফেসবুক পোস্টের ছবিতে দেখা গেছে, ১৪১ ফুট উঁচু তোরণটির ওপরের অংশ ভেঙে পড়েছে। নিচে পাথরের স্তূপ পড়ে রয়েছে। তবে দুই পাশের স্তম্ভ দুটি দাঁড়িয়ে রয়েছে।

বিখ্যাত এই বিশ্ব ঐতিহ্যের অংশ প্রাকৃতিক স্থাপনাটি ধসে পড়ায় স্থানীয়দের মন খারাপ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে দুঃখপ্রকাশ করেছেন অনেকে।

সূত্র: গার্ডিয়ান

- Advertisement -spot_img

More articles

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে অনুগ্রহ করে আপনার নাম লিখুন

- Advertisement -spot_img

সর্বশেষ আপডেট