8.9 C
Düsseldorf

নেচে গেয়ে করোনাকে গুডবাই জানালো নিউজিল্যান্ড

Must read

বিশ্ব কাঁপছে করোনায়। ভয়ের প্রহর গুনছে প্রতিক্ষণ। ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। অক্সিজেন ও শয্যার অভাবে রোগীদের হাসপাতাল থেকে ফিরিয়ে দেয়া হচ্ছে খোদ রাজধানী দিল্লিতে।শ্মশানে স্থানের অভাবে খোলা মাঠে বা উন্মুক্ত জায়গায় দেহ পুড়িয়ে ফেলা হচ্ছে। এমন পরিস্থিতিতে নিউজিল্যান্ড গড়লো নুতন বিশ্ব রেকর্ড।করোনা মুক্ত প্রথম দেশ।এই স্মরণীয় মূহুর্তকে উদযাপনের লক্ষ্যে শিল্পী মাতিযূ ওয়াল্টার্স অকল্যান্ডের ইডেন পার্ক স্টেডিয়ামে তাঁর ব্যান্ড সিক্স সিক্সটি (Six60) নিয়ে ৫০,০০০ ভক্তদের মাতিয়ে রাখলেনI শনিবার রাতের এই কনসার্টকে করোনা মহামারী শুরু হবার পর, বিশ্বের সর্ববৃহৎ কনসার্ট বলে উল্লেখ করা হয়েছেI

ব্যান্ডটি জানায়, নভেম্বরে তারা ইউরোপে ও বৃটেনে সংগীত পরিবেশন করতে আগ্রহীI তাদের আশা, এরই মধ্যে পৃথিবীর বহু জায়গা করোনামুক্ত হবে এবং করোনাকে বিদায় জানিয়ে বৃহৎ সংখ্যায় সংগীতপিপাসুরা তাদের আসরে যোগ দেবেন।

সূত্রঃ ভয়েস অব আমেরিকা।

- Advertisement -spot_img

More articles

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে অনুগ্রহ করে আপনার নাম লিখুন

- Advertisement -spot_img

সর্বশেষ আপডেট