দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে ফের ফ্রান্স সফরে মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসন্ন মে মাসে ইউরোপ সফরে গিয়ে ফ্রান্সে যাবেন। ভারতীয় গণমাধ্যম বলছে,আগামী ৮মে ইউরোপিয়ান ইউনিয়নের সম্মেলনে যোগ দিতে পর্তুগাল যাচ্ছেন মোদি। সেখান থেকেই তার ফ্রান্স যাওয়ার কথা। খবর সংবাদ প্রতিদিনের।

এর আগে, করোনা পূর্ববর্তী ২০১৯ সালে শেষ বার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর আমন্ত্রণে জি-সেভেন সম্মেলনে অংশ নেন মোদি। এতে ভারত-ফ্রান্সের সামরিক ও কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।

এদিকে, ফরাসি বিদেশমন্ত্রী জিন-ইয়ভেস লে ড্রিয়ান ১৩ থেকে ১৫ এপ্রিল ভারত সফরে আসছেন। এই সফরের মূল লক্ষ্য ভারত-অস্ট্রেলিয়া-ফ্রান্সের বিদেশমন্ত্রীদের বৈঠক। এর আগেই ৫ থেকে ৭ এপ্রিল নৌ মহড়ায় ভারত, ফ্রান্স ছাড়াও আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান অংশ নেবে।

- Advertisement -

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে অনুগ্রহ করে আপনার নাম লিখুন

Exit mobile version