8.9 C
Düsseldorf

ঝাঁটা; শুধু ঘরের নয়, মনের ময়লা সাফ করতেও অব্যর্থ

Must read

গোলজার হোসাইন খান
গোলজার হোসাইন খান
আমি সোনালী ব্যাংক লিমিটেড এর একজন অবসরপ্রাপ্ত এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার।অতি সাধারণ মানুষ। কোন উচ্চাভিলাষ নেই। সাংসারিক বোধবুদ্ধি শূন্যের কোঠায়। হেরে যাওয়া মানুষের পাশে থাকি।এড়িয়ে চলি স্বার্থপরতা।বিনম্র শ্রদ্ধায় নত হই সৃষ্টিশীল-পরিশ্রমী মানুষের প্রতি আর ভালবাসি আমার পেশাকে।

অনেকদিন ধরে অফিসের বড় কর্তা ওয়াং ফোনে যৌন উসকানিমূলক ম্যাসেজ পাঠিয়ে উত্যক্ত করছিলেন তার অধস্তন ঝৌ কে। বার বার বলার পরও বস কোনওভাবেই তা বন্ধ করেননি। চুপ করে বসে থাকেননি অভিযোগকারী মহিলা কর্মচারী। অতিষ্ঠি হয়ে উল্টো হাতের কাছে যা ছিল তাই দিয়ে বসকে বেধড়ক পেটালেন।

ঘটনাটি ঘটেছে চীনের একটি সরকারি অফিসে। জানা গেছে, ঝৌ নামে ওই মহিলা কর্মচারীকে মাঝেমধ্যেই আপত্তিজনক ম্যাসেজ পাঠাতেন ওয়াং নামে তার অফিসের বস। শুধু তাকে নয়, আরও অনেক মহিলাকে এভাবেই উত্যক্ত করতেন ওয়াং।

কিন্তু ঝৌ তার সেই কীর্তিতে আর চুপ থাকেননি। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে সম্প্রতি ওয়াংয়ের সঙ্গে সরাসরি তর্কও জুড়ে দেন। তারপরই তাকে মারধরও করতে শুরু করেন। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার সেই মারধরের ভিডিও।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওয়াংয়ের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি শুরু হয় ঝৌয়ের। তারপরই হাতের কাছে রাখা ঝাঁটা, ঘর মোছার মপ দিয়েই বসকে মারধর করতে শুরু করেন তিনি। এখানেই থামেননি। এরপর ওয়াংয়ের ডেস্কের উপর রাখা বই, ফাইলও তার উদ্দেশে ছুড়ে মারতে থাকেন ঝৌ।

এই সময় ওয়াংকে দেখা যায়, নিজের মুখ হাত দিয়ে ঢেকে রেখেছেন। তা সত্ত্বেও থামেননি ওই মহিলা কর্মচারী। তার অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই কাজ করছিলেন তার বস। তাই শেষ পর্যন্ত এই পদক্ষেপ নিয়েছেন। যদিও এক সাক্ষাৎকারে ওয়াংয়ের সাফাই, তিনি মজা করেই ওই ম্যাসেজগুলো পাঠিয়েছিলেন।
সূত্র : দ্য ইন্ডিপেনডেন্ট ইউকে, টাইমস নাও

- Advertisement -spot_img

More articles

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে অনুগ্রহ করে আপনার নাম লিখুন

- Advertisement -spot_img

সর্বশেষ আপডেট