8.9 C
Düsseldorf

জ্ঞানের দৌড়ে এগিয়ে যারা

Must read

২০১৭ সাল থেকে বৈশ্বিক জ্ঞান সূচক প্রকাশ করে আসছে জাতিসংঘের উুন্নয়ন বিষয়ক সংস্থা ইউএনডিপি৷ প্রাক বিশ্ববিদ্যালয় শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ, উচ্চ শিক্ষা, উন্নয়ন ও উদ্ভাবন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অর্থনীতি আর পরিবেশ- এই সাতটি বিষয়কে সেখানে বিবেচনায় নেয়া হয়৷ ১৯৯টি সূচকের মাধ্যমে করা হয় ১৩৮ টি দেশের র‍্যাংকিং৷

বৈশ্বিক জ্ঞান সূচক ২০২০-এ শীর্ষ অবস্থান ধরে রেখেছে সুইজারল্যান্ড৷ প্রশিক্ষণ ও গবেষণার পর্যাপ্ত সুবিধা, মানসম্পন্ন প্রতিষ্ঠান, অত্যাধুনিক উৎপাদন প্রক্রিয়া আর দক্ষ সরকার ব্যবস্থা দেশটিকে অন্যদের চেয়ে এগিয়ে রেখেছে৷ তাদের মোট স্কোর ৭৩ দশমিক ছয়৷ ৭১ দশমিক এক স্কোর নিয়ে যুক্তরাষ্ট্র দ্বিতীয়৷ প্রথম চারে আছে স্ক্যান্ডিনেভিয়ার আরো দুই দেশ; ফিনল্যান্ড ও সুইডেন৷ স্কোর যথাক্রমে, ৭০ দশমিক আট ও ৭০ দশমিক ছয়৷
ইউরোপের বাকি দেশগুলোর মধ্যে নেদারল্যান্ডসের অবস্থান পঞ্চম৷ এর পরপরই রয়েছে লুক্সেমবার্গ৷ অষ্টম ডেনমার্ক, যুক্তরাজ্য নবম আর জার্মানি আছে ১১ তম অবস্থানে৷ সব মিলিয়ে প্রথম দশে ইউরোপেরই সাতটি দেশ৷

জ্ঞান সূচকে এশিয়ার দেশগুলোর মধ্যে সবার উপরে সিঙ্গাপুর৷ সাতটি খাতের মধ্যে অর্থনীতিতে তারা প্রথম আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আছে দ্বিতীয় অবস্থানে৷ সামগ্রিকভাবে তালিকায় তারা সপ্তম৷ ১০ম অবস্থানে হংকং আর ১২ তম অবস্থানে জাপান৷ এছাড়া দক্ষিণ কোরিয়া ১৯ তম, চীন আছে ৩১তম অবস্থানে৷
মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য অনুপ্রেরণা সংযুক্ত আরব আমিরাত৷ বৈশ্বিক জ্ঞানে দেশটি ১৫ তম জায়গা করে নিয়েছে৷ অস্ট্রিয়া, বেলজিয়াম, ফ্রান্স, অস্ট্রেলিয়ারও আছে উপরে৷ মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোর মধ্যে ইসরায়েল ২১তম, কাতার ৩৯তম, সৌদি আরব ৪২তম, বাহরাইন ৪৩ তম, ওমান ৫৮তম, ও কুয়েত আছে ৬৫তম অবস্থানে৷

দক্ষিণ এশিয়ায় শীর্ষে ভারত৷ ৪৪ দশমিক চার স্কোর নিয়ে সব দেশের মধ্যে তাদের অবস্থান ৭৫তম৷ এছাড়া শ্রীলংকা ৮৭, ভূটান ৯৪, নেপাল ১১০, পাকিস্তান ১১১ আর এই অঞ্চলে সবার শেষে বাংলাদেশ৷ এগিয়ে থাকা ভারত গবেষণা ও উদ্ভাবনে সবচেয়ে ভালো করেছে; সব দেশ মিলিয়ে সেখানে তাদের অবস্থান ৪৪তম৷ তবে প্রাক বিশ্ববিদ্যালয় শিক্ষা ও পরিবেশের মানে বেশ পিছিয়ে৷
বৈশ্বিক জ্ঞান সূচকে সামগ্রিকভাবে বাংলাদেশ ১৩৮ টি দেশের মধ্যে ১১২তম অবস্থানে রয়েছে৷ বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে গবেষণা ও উদ্ভাবনে; স্কোর মাত্র ১৬ দশমিক চার৷ আর উচ্চ শিক্ষায় ২৪ দশমিক ১ স্কোর নিয়ে গোটা বিশ্বের মধ্যে অবস্থান ১২৯৷ অর্থাৎ, এক্ষেত্রে বাংলাদেশের নীচে আছে মাত্র নয়টি দেশ৷
তালিকার তলানিতে থাকা দেশগুলো আফ্রিকার৷ সবার নীচে ১৩৮তম অবস্থানে আছে চাদ৷ শেষ পাঁচে থাকা বাকিরা অ্যাঙ্গোলা, মৌরিতানিয়া, নাইজার ও কঙ্গো৷
এএফপি

- Advertisement -spot_img

More articles

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে অনুগ্রহ করে আপনার নাম লিখুন

- Advertisement -spot_img

সর্বশেষ আপডেট