সার্বিয়ার বিপক্ষে ২-২ সমতায় থাকা ম্যাচে শেষ মুহূর্তে গোল করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।পর্তুগাল জয়ের আনন্দ করবে কি ; দেখা গেল, রেফারি সেই গোল-ই বাতিল করে দিয়েছেন। বল নাকি গোল লাইন-ই পার হয়নি। যদিও ম্যাচের সময় ও পরে রিপ্লে দেখে স্পষ্টই বোঝা গেছে সেটা আসলে গোলই ছিল। গত ২৭ মার্চ শনিবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে রেফারির এমন সিদ্ধান্তের আগে অধিনায়কের বাহুবন্ধনী রাগ করে ফেলে দিয়েছিলেন রোনালদো। রেফারি অবশ্য পরে ভুলের জন্য ক্ষমা চেয়েছেন আর রোনালদো হয়েছেন এমন আচরনের জন্য সমালোচিত।
তবে সেই বাহুবন্ধনী এখন বাঁচাতে পারে সার্বিয়ান এক শিশু কন্যার জীবন।এক মাঠকর্মী ছেঁড়া বাহুবন্ধনীটি তুলে রেখেছিলেন সেদিন। সেটিই এবার নিলামে তোলা হয়েছে গুরুতর অসুস্থ এক সার্বিয়ান শিশুর জন্য; যার চিকিৎসার জন্য দরকার আড়াই মিলিয়ন ইউরো।