করোনা ভাইরাস প্রতিরোধে বুধবার জার্মান সংসদ চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সরকারী ক্ষমতা কঠোরভাবে প্রয়োগের লক্ষ্যে আইনটির একটি বিতর্কিত সংশোধনী পাস করেছে।
নতুন আইনানুযায়ী উচ্চ সংক্রমণ অঞ্চলগুলির শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সহ নৈশকালীন কারফিউ জারীর ক্ষমতা অর্পিত হয়েছে।এর ফলে ফেডারেল সরকার এবং ১৬ টি রাজ্য সরকারের মধ্যে ভাইরাস নিয়ন্ত্রণের দায় নিয়ে রশি টানাটানির অবসান হলো। তবে প্রস্তাবিত আইনটি অসাংবিধানিক এবং এটাকে নাজি এবং কমুনিস্ট স্বৈরশাসনের সাথে তুলনা করে জনগণের স্বাধীনতা হরন বলে কঠোর সমালোচনা করেছেন বিরোধী দল।
সোসাইটি ফর সিভিল রাইটসের প্রধান উলফ বুয়ারমিয়ার এটিকে “অন্যায্য, অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক” বলে অভিহিত করেছেন।