10.2 C
Düsseldorf

জার্মানিতে ম্যার্কেলের পরে কে?

Must read

এঙ্গেলা ম্যার্কেলের পর জার্মানির চ্যান্সেলর পদের রানিং ট্র্যাকে আছেন জনা পাঁচেক হেভিওয়েট নেতা।কার ভাগ্যে শিকে ছিঁড়বে তার রায় জনতার হাতে।

আরমিন লাশেট
৬০ বছর বয়সি লাশেট শুধু ম্যার্কেলের দল সিডিইউ-এর বর্তমান চেয়ারম্যানই নন, জার্মানির সবচেয়ে জনবহুল রাজ্য নর্থরাইন ওয়েস্টফেলিয়ার মুখ্যমন্ত্রীও তিনি৷ ম্যার্কেল-ভক্ত এই নেতার শরণার্থীবান্ধব হিসেবে বিশেষ সুখ্যাতি রয়েছে৷

মার্কুস স্যোডার
বাভেরিয়ার সিএসইউ দলের শীর্ষ নেতা ও সে রাজ্যের মুখ্যমন্ত্রী স্যোডারকে চ্যান্সেলর প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রাখছেন অনেকেই৷ ম্যার্কেলের দল সিডিইউ-এর সহযোগী দল সিএসইউ-এর ৫৪ বছর বয়সি এই নেতা ২০১৮ সালে মুখ্যমন্ত্রী হয়েই বলেছিলেন, ‘‘বাভেরিয়া শক্তিশালী, বাভেরিয়া এগিয়ে যাবে৷ বাভেরিয়া নিরাপদ এবং নিরাপদই থাকবে৷’’ করোনা সংকটেও স্বাস্থ্যবিধি প্রয়োগ করেছেন কঠোরভাবে৷ ফলে তার এবং দলের জনপ্রিয়তা বেড়েছে৷

আনালেনা বায়েরবোক
লন্ডন স্কুল অব ইকোনমিকের পাবলিক ইন্টারন্যাশনাল ল ডিগ্রিধারী বায়েরবোক তিন বছর ধরে গ্রিন পার্টির কো-চেয়ারম্যান৷ সমর্থকরা তার প্রতি খুব আস্থাশীল হলেও সমালোচকরা মনে করেন, চ্যান্সেলর হলে প্রশাসনিক কাজ এবং মন্ত্রিত্বে অনভিজ্ঞতা তাকে সমস্যায় ফেলতে পারে৷

রবার্ট হাবেক
বহু কাজের কাজী হাবেকও গ্রিন পার্টির নেতা৷ ৫১ বছর বয়সে পোড় খাওয়া রাজনীতিবিদ হয়ে গেলেও রাজনীতিতে আসার আগে ছিলেন শিশু সাহিত্যিক৷ দর্শন শাস্ত্রে পিএইচডিও করেছেন তিনি৷ ২০ বছর আগে রাজনীতিতে যোগ দিয়ে অল্প সময়েরমধ্যেই বক্তা হিসেবে খ্যাতি অর্জন করেন৷ জলবায়ু আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার যোগ্য মনে করা হয় তাকে৷

ওলাফ শলৎস
সপিডি দলের চ্যান্সেলর প্রার্থী ওলাফ শলৎস৷জার্মানির অর্থমন্ত্রী এবং গ্র্যান্ড কোয়ালিশনে ম্যার্কেলের ডেপুটি শলৎস এক সময় হামবুর্গের মেয়র ছিলেন৷ তবে ৬২ বছর বয়সি এই নেতা নিজের দলকে পুনরুজ্জীবিত করতে পারবেন কিনা এ বিষয়ে দলের নেতা-কর্মীদের মাঝেও সংশয় রয়েছে৷

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
- Advertisement -spot_img

More articles

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে অনুগ্রহ করে আপনার নাম লিখুন

- Advertisement -spot_img

সর্বশেষ আপডেট