বিয়ে করতে যাচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন। গ্রীষ্মেই শুভকাজটা সেরে ফেলতে চান তিনি। তবে নির্ধারিত দিন-তারিখ এখনো জানানো হয়নি। স্থানীয় গণমাধ্যমগুলো বুধবার এখবর দিয়েছে।
স্থানীয় কোস্ট রেডিওর সঙ্গে আলাপকালে জেসিন্ডা বলেন, তিনি এবং তার সঙ্গী টেলিভিশন ব্যক্তিত্ব ক্লার্ক গেফোর্ড একটা তারিখ ঠিক করতে পেরেছেন। সে অনুযায়ী তারা এখন বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। খবর এনডিটিভির।
আর্ডেন বলেন, এর মানে কিন্তু এই নয় যে, আমরা সবাইকে বিয়ের ব্যাপারটা এখনো বলছি না। তবে আমরা নিশ্চয় স্বল্পসংখ্যক মানুষকো নিমন্ত্রণপত্র দেব।
৪০ বছর বয়সী জাসিন্ডা এবং ৪৪ বছর বয়সী ক্লার্ক ২০১৯ সালের ইস্টার হলিডেতে বাগদান সেরেছিলেন। তাদের দু’বছরের একটি মেয়েও রয়েছে। তারা আগামী গ্রীষ্মে বিয়ের পরিকল্পনা নিয়েছেন। দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল আসে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। বিয়েটা চিরাচরিত নিয়মে অনুষ্ঠিত হবে না। আর্ডেন বলেন, এ বয়সে ধুমধাম করে বিয়ে করাটা কেমন যেন মনে হয়।
প্রধানমন্ত্রীর কার্যালযের একজন মুখপাত্র সাংবাদিকদের জানান, তিনি যা বলেছেন, এর বেশি কিছু আর জানি না।
আর্ডেন হলেন নিউজিল্যান্ডের সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী। ২০১৭ সালে তিনি তার দায়িত্ব গ্রহণ করেন। তিনি খুব অল্পসংখ্যক নারীনেত্রীদের একজন, যারা গর্ভবতী অবস্থাতেই নিজের সরকারি দায়িত্ব পালন করেন।
গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে মধ্যবামপন্থি দল আবারও ক্ষমতায় আসে। কভিড মোকাবিলায় তার বিশাল সাফল্যের কারণে এটা সম্ভব হয়েছে বলে মনে করেন পর্যবেক্ষকরা