বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে টানা দ্বিতীয়জয় পেয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। বুধবার রাতের ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পেয়েছে তারা। ম্যাচের একমাত্র গোলটি করেছেন আঁতোয়ান গ্রিজম্যান।
সারায়েভোয় ‘ডি’ গ্রুপের খেলায় শুরু থেকে আধিপত্য বিস্তার করতে থাকে ফ্রান্স। তবে গোলের দেখা পাচ্ছিল না দলটি। অবশেষে ৬০তম মিনিটে ফ্রান্সকে গোল উপহার দেন গ্রিজম্যান। আদ্রিওঁ রাবিওর ক্রসে দারুণ হেডে গোল করেন এই বার্সা ফরোয়ার্ড।
এ জয়ে ইউরোপীয় অঞ্চলের ‘ডি’ গ্রুপের শীর্ষে উঠল ফ্রান্স। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে ইউক্রেন। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তিনে ফিনল্যান্ড।