বিএনপি চেয়াপারসন খালেদা জিয়ার করোনা থেকে আরোগ্য কামনা করে দোয়া প্রার্থনা করেছে ইতালি বিএনপি রোববার এক বিবৃতির মাধ্যমে ইতালি শাখা বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দীন রোমসহ প্রত্যেক বিভাগের নেতাকর্মীদের সাবেক প্রধানমন্ত্রীর জন্য দোয়ার আয়োজন করতে নির্দেশনা দেন। জাতীয়তাবাদী দল বিএনপির ইতালি প্রবাসী সব নেতৃবৃন্দের সালাম ও শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কোভিডে আক্রান্ত হওয়ার খবরটি শুনে আমরা ভারাক্রান্ত।
আপনারা সবাই দোয়া করবেন যেন মহান রাব্বুল আলামিন প্রিয় নেত্রী আল্লাহর রহমতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন। একই সঙ্গে তিনি ইতালি বিএনপির পক্ষ থেকে সব প্রদেশ, অঙ্গসহযোগী সংগঠনের সবাইকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজন করতে বলেছেন।