20 C
Düsseldorf

ক্যাপিটল হিল হামলাঃ থ্রি পারসেন্টারস মিলিশিয়া গ্রুপের ছয় সদস্য অভিযুক্ত

Must read

যুক্তরাষ্ট্রের আইনজীবীরা ডানপন্থী থ্রি পারসেন্টারস মিলিশিয়া গ্রুপের ছয় সদস্যকে ৬ জানুয়ারী যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা করার ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করেছেন।

বৃহস্পতিবার ওয়াশিংটনের কেন্দ্রীয় আদালতে এই অভিযোগ প্রকাশ করা হয়। কেন্দ্রীয় আইনজীবীরা এর আগে আরও দুটি ডানপন্থী গোষ্ঠী, দ্য ওথ কিপারস এবং দ্য প্রাউড বয়েজের দু’জন সদস্যের বিরুদ্ধেও একই রকম ষড়যন্ত্রের মামলা করেন। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের ধ্বংসাত্মক আক্রমণের পরের কয়েক মাসের মধ্যে বিচার বিভাগের ৫০০টি মামলার মধ্যে সবচেয়ে বড় এবং জটিলতম এই মামলাগুলো। ঐ ছয় সদস্যে যারা প্রত্যেকেই ক্যালিফোর্নিয়ার বাসিন্দা।

ঐ ব্যক্তিরা হলেন, অ্যালেন হোস্টেটর, রাসেল টেলর, এরিক স্কট ওয়ার্নার, ফিলিপে এন্টোনিও টনি মার্টিনেজ, ডেরেক কিনিসন এবং রোনাল্ড মেল। অভিযোগ অনুসারে হোস্টেটর ২০২০ সালে আমেরিকান ফিনিক্স প্রজেক্ট নামে একটি দল প্রতিষ্ঠা করেন যা মহামারীর কারণে জনস্বাস্থ্য ব্যবস্থা হিসাবে জনসাধারণের সমাবেশে নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। অভিযোগ অনুযায়ী উক্ত দলটি নেতাদের ওপর হামলা চালানোর পক্ষে কাজ করতে শুরু করে। হোস্টেটেটার এবং টেলর ২০২০ সালের ফলাফলের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বাইরে দীর্ঘকালীন বন্ধু এবং ট্রাম্পের উপদেষ্টা, রজার স্টোনের সাথে উপস্থিত ছিল।

- Advertisement -spot_img

More articles

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে অনুগ্রহ করে আপনার নাম লিখুন

- Advertisement -spot_img

সর্বশেষ আপডেট