যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল এ হামলার ঘটনায় এবার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা হয়েছে।ওই হামলায় উসকানি দেওয়ার অভিযোগে গত মঙ্গলবার মামলাটি করেন ক্যাপিটল পুলিশের দুই কর্মকর্তা। জেমস ব্লাসিংগেম ও সিডনি হেমবি নামের ওই দুই পুলিশ কর্মকর্তা বলেছেন,ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলার পর থেকে তারা শারীরিক ও মানসিক অসুস্থতায় ভুগছেন। এই হামলার প্ররোচনা দিয়েছেন ট্রাম্প।
গত ৬ জানুয়ারি রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে ঢুকে হামলা চালান শত শত ট্রাম্প-সমর্থক। এতে এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচ জন প্রাণ হারান। আহত হন বেশ কয়েক ডজন পুলিশ সদস্য। হামলার দিন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এর অনুমোদন দিতে কংগ্রেসের অধিবেশন চলছিল। তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের আহবানে বাইডেনের বিজয় অনুমোদন আটকাতেই ওই হামলা চালানো হয়। ট্রাম্প এখনো বাইডেনের জয় কে মেনে নেননি। উল্টো নির্বাচনে নিজেকে জয়ী বলে দাবি করেন তিনি।
ক্যাপিটল এ হামলার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে ওয়াশিংটনের ফেডারেল আদালতে। মামলার অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা বলেছেন, ট্রাম্পের থেকে উস্কানি, প্ররোচনা ও নির্দেশ পেয়ে দাঙ্গাকারী জনতা তাদের ও তাদের সহকর্মীদের উপর হামলা চালিয়েছে।
ব্লাসিংগেম ১৭ বছর ধরে ক্যাপিটল পুলিশ বাহিনীতে কর্মরত রয়েছেন। তিনি বলেন, হামলায় তার মাথা ও পিঠে জখম হয়। ওই ঘটনার পর থেকে তিনি মানসিকভাবে অসুস্থতায় ভুগছেন।