8.4 C
Düsseldorf

কারাগারে ‘আত্মহত্যা’ করলেন ম্যাক্যাফি

Must read

অ্যান্টিভাইরাস সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ম্যাকাফির প্রতিষ্ঠাতা জন ম্যাকাফিকে স্পেনের বার্সেলোনার একটি কারাগারে মৃত অবস্থায় পাওয়া গেছে। ম্যাকাফি আত্মহত্যা করেছেন বলে এক বিবৃতিতে দাবি করেছে কাতালান বিচার বিভাগ। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

স্পেনের একটি আদালত কর ফাঁকির মামলায় ম্যাকাফিকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার অনুমোদন দেওয়ার কয়েক ঘণ্টা পর কারাগারে তাঁর মরদেহ পাওয়া যায়। কাতালান বিচার বিভাগ জানিয়েছে, কারাগারে নিথর পড়ে থাকা ম্যাকাফিকে বাঁচানোর সব চেষ্টা করেও চিকিৎসকেরা ব্যর্থ হন।

পরে এক বিবৃতিতে কাতালান বিচার বিভাগ বলেছে, ‘সবকিছুই ইঙ্গিত করে’ ম্যাকাফি আত্মহত্যা করেছেন। প্রযুক্তি দুনিয়ার বিতর্কিত চরিত্র ম্যাকাফির প্রতিষ্ঠান বিশ্বে সর্বপ্রথম বাণিজ্যিকভাবে অ্যান্টিভাইরাস সফটওয়্যার বিক্রি শুরু করেছিল। ম্যাকাফি ভাইরাসস্ক্যান কম্পিউটার জগতে শত শত কোটি ডলারের অ্যান্টিভাইরাস সফটওয়্যার শিল্প গড়ে উঠতে সহায়তা করে। জন ম্যাকাফি ২০১১ সালে প্রায় ৮০০ কোটি মার্কিন ডলার মূল্যে প্রযুক্তি প্রতিষ্ঠান ইনটেলের কাছে ম্যাক্যাফি ভাইরাসস্ক্যান বিক্রি করে দেন।

সিবিসি নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের টেনিসি অঙ্গরাজ্যে গত বছরের অক্টোবরে জন ম্যাক্যাফির বিরুদ্ধে কর ফাঁকির মামলা হয়। এ ছাড়া নিউইয়র্কে ম্যাকাফির বিরুদ্ধে ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত প্রতারণার একটি অভিযোগ আনা হয়।

ম্যাক্যাফিকে গত বছরের অক্টোবরে স্পেনের বার্সেলোনা বিমানবন্দরে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। এরপর স্পেনের আদালতে তাঁর বিচার চলছিল। স্পেনের হাইকোর্ট গত বুধবার জানান, ম্যাকাফিকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে।

- Advertisement -spot_img

More articles

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে অনুগ্রহ করে আপনার নাম লিখুন

- Advertisement -spot_img

সর্বশেষ আপডেট