অনেক দিনের পুরনো অভ্যেস –
তাই পাশ ফিরে অন্ধকারে হাতড়াই।
তেল চিটচিটে কাঁথা খানা ছাড়া-
আর কিছু নাই-কেউ নাই।
ঘরময় তার গন্ধটা শুধু পাই।
বড় বাঁচা বেঁচে গেছে-
ক্ষিধা-তেষ্টার কষ্ট, ঘরছাড়া করার চেষ্টা-
ওষুধ পত্তরের মুখঝামটা –
কিছুই সইতে হয়না তার।
অযথাই দীর্ঘ হয় আমার সময়
তার সাথে পাল্লা দিয়ে বাড়ে অবজ্ঞার ছায়া।
অহেতুক বেঁচে থাকার কৈফিয়ত চায় জীবন।
নিরুত্তর বসে থাকি কুঁজো হয়ে,
অপলক,নির্বাক,ভাবলেশহীন।
অপমান বোধ কবেই চুকেবুকে গেছে-
শুধু ক্ষিধার হিংস্রতায় –
মাঝে মাঝে নির্লজ্জ হতে বড্ড কষ্ট হয়।
কষ্ট
