8.8 C
Düsseldorf

কষ্ট

Must read

গোলজার হোসাইন খান
গোলজার হোসাইন খান
আমি সোনালী ব্যাংক লিমিটেড এর একজন অবসরপ্রাপ্ত এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার।অতি সাধারণ মানুষ। কোন উচ্চাভিলাষ নেই। সাংসারিক বোধবুদ্ধি শূন্যের কোঠায়। হেরে যাওয়া মানুষের পাশে থাকি।এড়িয়ে চলি স্বার্থপরতা।বিনম্র শ্রদ্ধায় নত হই সৃষ্টিশীল-পরিশ্রমী মানুষের প্রতি আর ভালবাসি আমার পেশাকে।

অনেক দিনের পুরনো অভ্যেস –
তাই পাশ ফিরে অন্ধকারে হাতড়াই।
তেল চিটচিটে কাঁথা খানা ছাড়া-
আর কিছু নাই-কেউ নাই।
ঘরময় তার গন্ধটা শুধু পাই।
বড় বাঁচা বেঁচে গেছে-
ক্ষিধা-তেষ্টার কষ্ট, ঘরছাড়া করার চেষ্টা-
ওষুধ পত্তরের মুখঝামটা –
কিছুই সইতে হয়না তার।
অযথাই দীর্ঘ হয় আমার সময়
তার সাথে পাল্লা দিয়ে বাড়ে অবজ্ঞার ছায়া।
অহেতুক বেঁচে থাকার কৈফিয়ত চায় জীবন।
নিরুত্তর বসে থাকি কুঁজো হয়ে,
অপলক,নির্বাক,ভাবলেশহীন।
অপমান বোধ কবেই চুকেবুকে গেছে-
শুধু ক্ষিধার হিংস্রতায় –
মাঝে মাঝে নির্লজ্জ হতে বড্ড কষ্ট হয়।

- Advertisement -spot_img

More articles

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে অনুগ্রহ করে আপনার নাম লিখুন

- Advertisement -spot_img

সর্বশেষ আপডেট