ফ্রান্স ও বার্সেলোনার দুই খেলোয়াড় গ্রিজমান ও ডেম্বেলের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে৷ দুই ফুটবলারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ উঠেছে৷
ভিডিওতে গ্রিজমানকে দেখা গেছে৷ আর ডেম্বেলে এটি রেকর্ড করেছেন বলে জানা গেছে৷ ভিডিওতে দেখা যাচ্ছে, এশীয় চেহারার কয়েক ব্যক্তি একটি টিভি মেরামতের চেষ্টা করছেন৷ সেই ঘটনার ভিডিও করার সময় ডেম্বেলে ‘এসব কুৎসিত চেহারার লোকজন’ বলে মন্তব্য করেন৷ এরপর তাদের ভাষা নিয়েও ব্যঙ্গ করেন৷ ডেম্বেলের এই কথা শুনে গ্রিজমানকে হাসতে দেখা গেছে৷
ভিডিওটি ঠিক কবে ধারণ করা তা জানা যায়নি৷ তবে এটি দুই বছরেরও পুরনো হতে পারে৷ ভিডিওটি একটি হোটেল রুমে রেকর্ড করা৷ গ্রিজমান ও ডেম্বেলে যেন ভিডিও গেম খেলতে পারেন সেজন্য টিভিটি মেরামত করা হচ্ছিল৷
এই ভিডিও প্রকাশ হওয়ার পর সামাজিক মাধ্যমে #স্টপএশিয়ানহেট হ্যাশট্যাগ ব্যবহার করে সমালোচনা শুরু হয়েছে৷ অনেকে এই ঘটনা নিয়ে ফরাসি ফুটবল ফেডারেশন থেকে একটি বিবৃতি আশা করছেন৷ সংশ্লিষ্ট ফুটবলারদের শাস্তি দেওয়ারও দাবি উঠেছে৷
টাইব্রেকারে সুইজারল্যান্ডের কাছে হেরে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স৷ এরপর এমবাপে, রাবিয়ো, পগবা ও গ্রিজমানকে ঘিরে অভ্যন্তরীণ বিবাদের বিভিন্ন খবর ইতিমধ্যে প্রকাশিত হয়েছে৷