উইঘুর ইস্যুতে ফরাসি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে চায় ইউনিক্লো

টোকিও ভিত্তিক খুচরা বিক্রয় প্রতিষ্ঠান ইউনিক্লো ফ্রান্স জানিয়েছে, চীনের জিনজিয়াংয়ে উইঘুর সম্প্রদায়ের ওপর মানবতাবিরোধী অপরাধ করার দায়ে তারাসহ আরও তিনটি ফ্যাশন খুচরা ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটির তদন্তে ফরাসি কর্তৃপক্ষকে সম্পূর্ণ সহযোগিতা করবে।

সম্প্রতি ফরাসি মিডিয়াগুলো রিপোর্ট করেছে যে, ইউনিক্লো ফ্রান্স, জারা অপারেটর স্প্যানিশ ইন্ডাইটেক্স, স্কেচার্স ইউএসএ ইনক ও ফ্রান্সের এসএমসিপি এই চারটি প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়া জিনজিয়াংয়ের মুসলিম উইঘুর সংখ্যালঘুদের বাধ্যতামূলক শ্রমের সঙ্গে জড়িত। এরপরই এমন বিবৃতি এলো। খবর প্রকাশ করেছে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।

ইউনিক্লো ফ্রান্স বলছে, তাদের সরবরাহ শৃঙ্খলে জোর করে কোনো শ্রম নেই। আর সেটি প্রমাণ করার জন্য অবহিত করলেই ফরাসি কর্তৃপক্ষকে তদন্তে সহযোগিতা করা হবে।

এর আগে গত এপ্রিলে একটি মানবাধিকার সংস্থাসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান এই চার কোম্পানির বিরুদ্ধে অভিযোগ জানায়। এরপরই তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে কর্তৃপক্ষ।

- Advertisement -

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে অনুগ্রহ করে আপনার নাম লিখুন

Exit mobile version