ইতালি। ইউরোপে কভিড মহামারীতে অন্যতম ব্যাপক ক্ষতিগ্রস্ত দেশ।যেখানে এযাবৎ, ১,১৪,০০০ লোকের মৃত্যু হয়েছেI পরিস্থিতি কিছুটা উন্নত হলে, লক ডাউন শেষে, রেস্তোরা ও পানশালাগুলি খুলে দেয়া হয়I তবে ইতালিতে সংক্রমণ আবার বৃদ্ধি পেতে থাকলে, সরকার আবারো বড় বড় শহরে কঠোর লক ডাউন জারি করেনI
সোমবার দ্বিতীয় সপ্তাহের মতো, লক ডাউনের সময় রেস্তোরা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধেI তারা দাবি করছেন, তাদের প্রতিষ্ঠানগুলি পুরোপুরি খুলে দেয়া হোকI তবে ইতালিতে এপ্রিলের শেষ অব্দি বার,রেস্তোরা ও কাফে’র ওপর নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে I
ইতালি সরকার, কভিড সংক্রমণে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের নিমিত্ত সহায়তা বাবদ বহু মিলিয়ন লিরা প্রদান করেছে, তবে রেস্তোরা মালিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা স্বাধীনভাবেই ব্যবসা পরিচালনা করতে চানI