আশেপাশের শব্দে জার্মানরা একটু বেশিই বিরক্ত

প্রতিবেশি এবং আশেপাশের নানা ধরনের শব্দে জার্মানিতে প্রতি চারজনের একজনই বিরক্ত বোধ করেন৷ তবে বড় বা ছোট শহর ভেদে পার্থক্য রয়েছে৷ আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে এসব তথ্য জানিয়েছে জার্মান পরিসংখ্যান অফিস৷
ভিসভাডেন শহরের পরিসংখ্যান অফিস ২৮ এপ্রিল আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে জানিয়েছে, প্রতিবেশি, গাড়ি বা অন্যান্য শব্দে ২০১৯ সালের তুলনায় বিরক্ত হওয়া মানুষের সংখ্যা শতকরা দুই ভাগ কমেছে৷ এছাড়াও পরিসংখ্যানে বলা হয়েছে, বড় শহরগুলোতে এ সংখ্যা শতকরা ৩৪ ভাগ এবং শহরতলীতে হিসেবটি কমে শতকরা ২৩ ভাগ আর গ্রামাঞ্চলে আরো কম৷

পরিসংখ্যানবিদদের মতে, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মাল্টায় শব্দে বিরক্ত মানুষ সবচেয়ে বেশি৷ আশেপাশের শব্দ শুনে দ্বীপ রাজ্য মাল্টার জনসংখ্যার ২৮ শতাংশ মানুষ অসহ্য বোধ করেন৷ আয়ারল্যান্ড, এস্তোনিয়া এবং ক্রোয়েশিয়ায় এই মান ছিলো সর্বনিম্ন আট শতাংশ৷ এবং ইউরোপীয় ইউনিয়নে গড় হিসেব শতকরা ১৭ ভাগ৷ আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে ইউরোপীয় পরিসংখ্যান অফিসের পরিসংখ্যানের ভিত্তিতে এই হিসেবটি করা হয়েছে৷
এএফপি

- Advertisement -

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে অনুগ্রহ করে আপনার নাম লিখুন

Exit mobile version