ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়। বৃহস্পতিবার এই হামলায় ৮ জনের মৃত্যু হল আমেরিকার ইন্ডিয়ানাপোলিসে। জখম হয়েছেন বহু।
সূত্রের খবর, ইন্ডিয়ানাপোলিসের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আমেরিকার বহুজাতিক পরিষেবা সংস্থা ফেডএক্সের গুদামেই এই হামলার ঘটনা ঘটে। এলোপাথাড়ি গুলি চালানোর পর বন্দুকবাজ নিজেও আত্মঘাতী হয়েছেন বলে পুলিশ প্রাথমিক ভাবে জানিয়েছে।
হামলার ফলে ঘটনাস্থলেই মোট ৮ জনের মৃত্যু হয়। বহু মানুষ আহত। তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আহতের সঠিক সংখ্যা এখনও নির্দিষ্ট করে জানায়নি পুলিশ। বন্দুকবাজের পরিচয় এবং কেন তিনি হামলা চালালেন, তা এখনও জানতে পারেনি পুলিশ।
বন্দুকবাজের হামলা আমেরিকার অন্যতম সমস্যায় পরিণত হয়েছে বিগত কয়েক বছরে। মাঝে মধ্যেই এ রকম নানা হামলার খবর শোনা যায়।
গত মাসেই ক্যালিফোর্নিয়ায় বন্দুকবাজের হামলায় এক শিশু-সহ ৪ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার কয়েক দিন আগেই কলোরাডোর একটি দোকানে এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারিয়েছিলেন ১০ জন।