আফগানিস্তানে চীন-রাশিয়া প্রভাব বলয়ের আশংকা

সামরিক কর্মকর্তারা এবং নিরাপত্তা বিশ্লেষকরা আভাস দিচ্ছেন যে আগামি মাসে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের পর, চীন এবং রাশিয়া সেখানে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত হবে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড, সেন্টকমের অধিনায়ক জেনারেল ফ্র্যাংক ম্যাকেনজি মিশরে ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন,”চীনের জন্য আফগানিস্তান স্পষ্টতই একটা আগ্রহের স্থান”। এশিয়া এবং তার বাইরে অবকাঠামো গড়ে তোলার বিষয়ে চীনের আগ্রাসী আগ্রহের বিষয়ে তিনি বলেন, “ আপনি দেখুন, এই প্রকল্পগুলো মধ্যপ্রাচ্য জুড়ে যেখানেই রয়েছে সেই দেশগুলো ঝুঁকির মধ্যে আছে। আমার মনে হয় সামনের দিনগুলোতে আফগানিস্তান হবে, তেমনি এলাকাগুলোর মধ্যে অন্যতম”।

সেন্টকমের সাবেক কমান্ডার, অবসরপ্রাপ্ত জেনারেল জোসেফ ভটেল ভয়েস অফ আমেরিকাকে বলেন এতে আশ্চর্য হবার কিছু নেই যে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের পর যে শুণ্যস্থান সৃষ্টি হবে তা পূরণ করতে চাইবে চীন ও রাশিয়া উভয়ই । ভটেল বলেন যে আমেরিকার সামরিক উপস্থিতি যখন হ্রাস পাবে তখন যুক্তরাষ্ট্রকে এটা নিশ্চিত করতে হবে যে আমাদের রাষ্ট্রদূত এবং দেশের ভেতর সঙ্গতিপূর্ণ পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে কুটনৈতিক অবস্থানটা যেন দৃঢ় থাকে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ সমর্থন ও সুরক্ষা করতে পারে। বেইজিং তার “বেল্ট এন্ড রোড” উদ্যোগের মাধ্যমে বিশ্বব্যাপী তার অর্থনৈতিক শক্তি প্রদর্শন করতে পারে। চীন এরই মধ্যে বলেছে যে তারা এই কর্মসূচী আফগানিস্তানেও নিয়ে যেতে চায়।

- Advertisement -

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে অনুগ্রহ করে আপনার নাম লিখুন

Exit mobile version