8.9 C
Düsseldorf

অনাস্থা ভোটে হেরে সুইডেনে সরকার পতন

Must read

সুইডেনের পার্লামেন্টে প্রধানমন্ত্রী স্টেফান লোফভেনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস হয়েছে। সুইডেনের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী এমপিদের ভোটে ক্ষমতাচ্যুত হলেন।

সোমবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্টের ৩৪৯ জন সদস্যের মধ্যে ১৮১ জন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। ভোটদানে বিরত ছিলেন ৫১ জন।

সোশ্যাল ডেমোক্র্যাট নেতা স্টেফান লোফভেনকে এখন এক সপ্তাহের মধ্যে হয় পদত্যাগ করতে হবে অথবা আগাম নির্বাচন দিতে হবে।

সুইডেনে নবনির্মিত ফ্ল্যাটের ভাড়া নিয়ন্ত্রণ বন্ধের একটি প্রস্তাব ঘিরে মতবিরোধের জেরে স্টেফান নেতৃত্বাধীন জোট সরকার থেকে নিজেদের সমর্থন তুলে নেয় লেফট পার্টি। এই সুযোগে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে এ অনাস্থা ভোট আনা হয়। ফলে গ্রিন পার্টির সমর্থন নিয়ে টিকে থাকা সোশ্যাল ডেমোক্র্যাটদের সরকারের পতন ঘটে।

এখন প্রধানমন্ত্রী পদত্যাগের সিদ্ধান্ত নিলে স্পিকার নতুন সরকার গঠনের জন্য দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবেন। নতুন সরকার হলে তারা আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত ক্ষমতায় থাকবে। আগামী বছরের সেপ্টেম্বরে দেশটিতে নতুন নির্বাচন হওয়ার কথা রয়েছে।

- Advertisement -spot_img

More articles

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে অনুগ্রহ করে আপনার নাম লিখুন

- Advertisement -spot_img

সর্বশেষ আপডেট